চলতি বোরো মৌসুমে ৫০% সরকারি ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র ক্রয়ে আগ্রহীদেরকে নির্ধারিত ফর্মে আবেদন আহ্বান করা যাচ্ছে।আগামী ২ তারিখের মধ্যে নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।
যে সব যন্ত্র ক্রয় করা যাবে :
👉 কম্বাইন হারভেস্টার ( ধান, গম, ভূট্টা ) একই সাথে কাটা, মাড়াই, ঝাড়াই করার যন্ত্র।
👉 রাইস ট্রান্সপ্লান্টার (ধান রোপন যন্ত্র)
👉 রিপার (ধান,গম কাটার যন্ত্র)
👉 মেইজ শেলার ( ভূট্টা মাড়াই যন্ত্র)
👉 রিপার বাইন্ডার
👉 পাওয়ার স্প্রেয়ার
প্রয়োজনীয় কাগজঃ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, আবেদন পত্র, মোবাইল নম্বর।
আবেদন জমার শেষ সময়ঃ ২ এপ্রিল ২০২৪ খ্রি:
স্থানঃ উপজেলা কৃষি অফিস, রুপসা, খুলনা।
বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার / উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে যোগাযোগ করুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS